ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৫-৩১ ১৫:০২:০৬
বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন পরিষদে গতকাল ৩১শে মে সকালে ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট ঘোষণা হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ১৩ লক্ষ ৮৮ হাজার ৮৬৩ টাকার বাজেট ঘোষণা হয়েছে।
  গতকাল ৩১শে মে সকালে জঙ্গল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসুর সভাপতিত্বে ও সচিব তরুণ কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় ইউপি সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ