ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-০৫ ১৭:২৫:২৯
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই জুন সকালে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘একটাই পৃথিবী ঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই জুন সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে পান্না চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
  এরপর জেলা প্রশাসক আবু কায়সার খান কর্তৃক কালেক্টরেট ক্লাব প্রাঙ্গণে ২টি আমের চারা রোপণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ মনিরুজ্জামান ও বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ মামুন প্রমুখ বক্তব্য রাখেন।    
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, পরিবেশ দূষণ এবং পানির অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। ইট ভাটার কালো ধোঁয়া পরিবেশ দূষণ করছে। একইভাবে আমরা যে খড়ি ও গাছের পাতা পুড়ি রান্না করছি-সেটাও পরিবেশের জন্য ক্ষতিকর। কৃষকরা অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার জমিতে ব্যবহার করছে। এতেও পরিবেশ দূষিত হচ্ছে। দিন দিন ভূ-গর্ভস্থ পানির স্তর অনেক নীচে নেমে যাচ্ছে। এ জন্য পানির অপচয় রোধ করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। 
  জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল হুদা, মোঃ আসাদুজ্জামান, বিপুল সিকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ