ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
কালুখালীতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • মোখলেছুর রহমান
  • ২০২২-০৬-০৬ ১৫:২১:৫১
কালুখালী উপজেলার রতনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল ৬ই জুন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনীতে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম পুরস্কার বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ৬ই জুন কালুখালী উপজেলার রতনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
  বিকালে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
  সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। তাতে শরীর ও মন সুস্থ থাকবে। সুন্দর জীবন গঠনে সহায়ক হবে।

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ