রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১৪ জন কৃষকের মধ্যে সরকারী ৫০% ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্র (সিডার মেশিনযুক্ত পাওয়ার টিলার) বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ৮ই জুন দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এই কৃষি যন্ত্রগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, বাহাদুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার আওতায় সরকারী ৫০% ভর্তুকি মূল্যে উপজেলার ১৪ জন কৃষকের মধ্যে কৃষি যন্ত্রগুলো বিতরণ করা হলো। পর্যায়ক্রমে উপজেলার আরও কৃষক এই প্রকল্পের আওতায় কৃষি যন্ত্র পাবেন।