ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
কালুখালীতে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
  • মোখলেছুর রহমান
  • ২০২২-০৬-০৯ ১৪:৪৪:৫৫
কালুখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা গতকাল ৯ই জুন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল ৯ই জুন দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
  উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা। অন্যান্যের মধ্যে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, কালুখালী থানার এসআই হাসানুর রহমান ও কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের ফিল্ড সুপারভাইজার আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
  এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব এবং কিশোর-কিশোর ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
  সভা শেষে কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের জন্য কারাতে পোশাক (জার্সি-ট্রাউজার) ও বঙ্গবন্ধুর জীবনীসহ বিভিন্ন ধরনের বই প্রদান করা হয়।
  উল্লেখ্য, প্রতিটি কিশোর-কিশোরী ক্লাবে ১১ থেকে ১৯ বছর বয়সী ১০ জন কিশোর ও ২০ জন করে কিশোরী সদস্য রয়েছে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত তাদেরকে সঙ্গীত ও আবৃত্তি প্রশিক্ষণ প্রদানসহ পুষ্টির জন্য উন্নতমানের নাস্তা প্রদান করা হয়।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ