ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
গোয়ালন্দ পৌরসভায় এলজিইডি’র ইউজিআইআইপি প্রকল্পের কর্মশালা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৬-০৯ ১৪:৫৯:৫৪
গোয়ালন্দ পৌরসভায় এলজিইডি’র ইউজিআইআইপি প্রকল্প বাস্তবায়ন বিষয়ে গত ৭ই জুন দুপুরে পৌরসভার মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভায় এলজিইডি’র ইউজিআইআইপি প্রকল্প বাস্তবায়ন বিষয়ে গত ৭ই জুন দুপুরে পৌরসভার মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
  পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় ইউজিআইআইপি প্রকল্পের আর্কিটেক্ট হেলাল উদ্দিন, নগর পরিকল্পনাবিদ আফছানা কামাল, প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ জাহাঙ্গীর হোসাইন, বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মইন উদ্দিন, অর্থনীতিবিদ আবুল কাশেম, ড্রেনেজ বিশেষজ্ঞ নজরুল ইসলাম, কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, ব্যবসায়ী বাদল বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। 
  কর্মশালার শুরুতে চট্টগ্রামের সীতাকুন্ডের একটি বেসরকারী কন্টেইনার ডিপোর অগ্নিকান্ডে নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ