রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিনের উদ্যোগে ফরিদপুরের ইদ্রিস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় গতকাল ১০ই জুন দিনব্যাপী এই মেডিকেল অনুষ্ঠিত হয়।
এ সময় ইদ্রিস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস আলী, পরিচালক কুদ্দুস আমিন টিটা, স্থানীয় ছাত্রলীগ নেতা মিলন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কামাল আহমেদ, ডাঃ কোহিনূর বেগম, ডাঃ আশেক উল্লাহ, ডাঃ এস.এ চৌধুরী সাদী ও ডাঃ সুশান্ত কুমার রোগী দেখে ব্যবস্থাপত্র(প্রেসক্রিপশন) ও পরামর্শ প্রদান করেন।