আসমানে আজ চাঁদের হাসি হাজার তারার দেশে
ফুলের সুবাস, আতর গোলাপ বাতাসে আসে ভেসে।
ধরার বুকে আনন্দ আজ, নেই কৌলিন্য ভেদাভেদ
কোলাকুলি, হাসির মিলন, শান্ত হয় মনের ক্লেদ।
খুশীর ধারা বইছে আজি দৃষ্টি ফেরাই যেদিক
ধুলির ধরায় এক কাতারে মন সদায় স্থির।
আকাশ বাতাস পাখির গানে
উল্লাস উচ্ছাস সবার প্রাণে।
নদীতে ঢেউ জোয়ার আসে এক মোহনায় এসে
চাঁদের খুশী উথলে পড়ে জোসনায় এসে মিশে।
মনের ময়লা দূর হোক আজি, না হলে সবই ছলনা
প্রাণবন্ধুর প্রেমের কথা, ঈদের হাসির নেই তুলনা।
(কবি পরিচিতি ঃ সহকারী অধ্যাপক, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, রাজবাড়ী)