ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউপি সদস্য গণির ছেলে আলমগীর মন্ডল উপ-নির্বাচনে বিজয়ী
  • আবুল হোসেন
  • ২০২২-০৬-১৫ ১৪:৩৬:০৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল গণি মন্ডলের ছেলে আলমগীর হোসেন মন্ডল। 
  গতকাল ১৫ই জুন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় কেন্দ্রে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আলমগীর হোসেন মন্ডল(টিউবওয়েল) প্রতীকে ১হাজার ৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহিদ হোসেন(ফুটবল) প্রতীকে ৬৭৮ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৯৬০টি। ওয়ার্ডের ৩ হাজার ১৩১ জন ভোটারের মধ্যে ২ হাজার ৩৪৮ জন ভোটার ভোট দেন। ত্রুটির জন্য ৩২টি ভোট বাতিল হয়।
  ভোট গ্রহণ চলাকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ভোট কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোঃ তোফায়েল হোসেন। 
  উল্লেখ্য, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল গণি মন্ডল গত বছরের (২০২১) ৩১শে মার্চ রাতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ