রাজবাড়ী জেলার কালুখালীতে দরিদ্র শিক্ষিত বেকার মহিলাদের ফুড এন্ড বেভারেজ প্রশিক্ষণ শুরু হয়েছে।
কালুখালী উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় গতকাল ১৭ই জুন সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এই ফুড এন্ড বেভারেজ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর আতাউর রহমান, ট্রেইনার মলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার ৩০ জন দরিদ্র শিক্ষিত বেকার মহিলা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।