ঢাকা বুধবার, মে ১, ২০২৪
ঈদের দিন অসহায় মানুষের মধ্যে যশোর সেনানিবাসের সেনা সদস্যদের খাদ্য বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-০১ ১৭:০৬:৫২

গতকাল ১লা আগস্ট ঈদের দিনেও যশোর সেনানিবাসের সেনা সদস্যরা করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় তাদের বিভিন্ন ধরণের কর্ম তৎপরতা অব্যাহত রাখেন। 
  এরই অংশ হিসেবে সেনা সদস্যরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার বিধ্বস্ত বেড়ী বাঁধ পুনঃনির্মাণ কর্মসূচীর পাশাপাশি মেডিক্যাল টিমের মাধ্যমে দূয়ারে দূয়ারে স্বাস্থ্য সেবা, পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন ও ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে তারা অসহায় অতিদরিদ্র মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উন্নতমানের খাবার বিতরণ করেন। 
  অন্যদিকে করোনা মোকাবেলায়ও সেনা সদস্যরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টহল এবং বিভিন্ন জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। ঈদকে ঘিরে যখন করোনার ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের মাঝে নাড়ীর টানে বাড়ী ফেরার হিড়িক পড়েছে তখন অসহায় উপকূলবাসীর সহায় হয়ে নিজেদের ঈদ আনন্দ উপেক্ষা করেই মাঠে সক্রিয় রয়েছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। এ যেন সেবাতেই এক রকমের ঈদ আনন্দের পূর্ণতা। 

 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ