রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল ২০শে জুন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যা মোকাবেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম, গোয়ালন্দ ঘাট থানার এসআই মনির হোসেন, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন এবং উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
সভায় বন্যার পানি প্রবেশের সম্ভাব্য স্থানসমূহ চিহ্নিত করা, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, মনিটরিং সেল ও মেডিকেল টিম গঠন, স্বেচ্ছাসেবক টিম গঠন, নৌকা-ট্রলার প্রস্তুত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।