ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজবাড়ীর বেলগাছিতে ওয়ালটন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-২৭ ১৬:৩৪:২৯

গত ২৫শে জুন বিকালে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি আলিমুজ্জামান স্কুলের মাঠে রাজবাড়ী সোনালী অতীত ক্লাব ও বেলগাছি সোনালী অতীত ক্লাবের মধ্যে ওয়ালটন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
   প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ালটনের রাজবাড়ী শোরুমের ম্যানেজার রেজাউল করিম, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, বেলগাছির সমাজ সেবক আনোয়ার সরদার, রাজবাড়ী  সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি শের আলী শরীফ, সাধারণ সম্পাদক এডঃ আহম্মেদ আলী বাটু, সহ-সম্পাদক মনজুর এলাহী রোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ রাশেদ, এডঃ মোজাম্মেল হোসেন ও সাবেক শুটার মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় রাজবাড়ী সোনালী অতীত ক্লাব ২-০ গোলে বেলগাছি সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ