ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
যুব উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে রাজবাড়ীতে কাপড়ের উপরে হ্যান্ড পেইন্টিং কর্মশালা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-২৯ ১৪:৫৫:২৫
যুব উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে গত ২৮শে জুন সকালে কাপড়ের উপরে হ্যান্ড পেইন্টিং কর্মশালা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

যুব উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে কাপড়ের উপরে হ্যান্ড পেইন্টিং কর্মশালা শুরু হয়েছে।
   গত ২৮শে জুন সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বিআরডিবি’র কর্মকর্তা হাবিবুর রহমান, জাইকার কর্মকর্তা নাজিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
  উল্লেখ্য, কর্মশালায় ১৫ জন যুব নারী অংশগ্রহণ করছে। কাপড়ের উপরে হ্যান্ড পেইন্টিং-এ বিশেষজ্ঞ চিত্রশিল্পী পীযূষ কান্তি সরকার তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ