ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
যশোর সেনানিবাসের করোনাকালীন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-০৩ ১৭:৪৩:৩১

যশোর সেনানিবাসের সেনা সদস্যদের করোনাকালীন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। 
  এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সামগ্রিক কৃষি উৎপাদনের উপর বিশেষভাবে নজর দিয়েছেন তারা। সামনের দিনের খাদ্য সংকট ও মন্দা কাটাতে কৃষি অর্থনীতিকে আরও মজবুত করতে কৃষি উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ের কৃষকদের সাধ্যমতো সহায়তা করে যাচ্ছেন তারা। এ জন্য তারা যশোর অঞ্চলের জেলাগুলোর বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঘরে ঘরে গিয়ে তুলে দিচ্ছেন উন্নত নানা জাতের সবজীর বীজ। এর পাশাপাশি তারা কৃষি কাজের সম্প্রসারণ করতে কৃষকদের উৎসাহিত  করছেন। যারা মৌসুমী কৃষক তাদেরকেও কৃষি উৎপাদনে আগ্রহী করতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন। এছাড়াও প্রায় প্রতিদিনই দেশের প্রত্যন্ত অঞ্চলে অতিদরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সেনা সদস্যরা। এর পাশাপাশি করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণসহ গণপরিবহন মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। অন্যদিকে আম্পান মোকাবেলায় খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পয়েন্টে বেড়ী বাঁধ নির্মাণ কাজ অব্যাহত রাখার পাশাপাশি চিকিৎসা সহায়তা ও সুপেয় পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ