ঢাকা রবিবার, জুলাই ১৩, ২০২৫
কেক কেটে রাজবাড়ীতে গ্লোবাল টিভির আনুষ্ঠানিক যাত্রা উদযাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-৩০ ১৪:৪৭:১৫
স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সম্প্রচার উপলক্ষে গতকাল ৩০শে জুন বিকেলে রাজবাড়ীতে উদ্বোধন উদযাপন অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা -মাতৃকণ্ঠ।

‘বিশ্বময় প্রতিদিন’ এই শ্লোগানকে সামনে রেখে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে পূর্ণাঙ্গ সম্প্রচারে গ্লোবাল টেলিভিশন। 
  পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষ্যে রাজধানীর পাশাপাশি গতকাল ৩০শে জুন বিকেলে রাজবাড়ী বাজারের মাড়োয়ারীপট্টিস্থ সিরাজ খান টাওয়ারের ২য় তলায় চ্যানেলটির জেলা প্রতিনিধির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশের বিশেষ শাখার(ডিএসবি) ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল  কুদ্দুস বাবু, অন্যান্যের মধ্যে দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন ও ইউসিবি ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মঞ্জুর এলাহী প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম মজনু। আলোচনা পর্বের শেষে অতিথিরা কেক কাটেন।

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা ঃ দেশব্যাপী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ
রাজবাড়ীর পর্যটন এলাকা পদ্মাপাড়ে  জেলা প্রশাসকের উদ্যোগে বৃক্ষরোপণ
পাংশার কসবামাজাইলে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী বাবুল অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ