জাপান-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে ‘উদ্যোগ ও উদ্যোক্তা জাপান এসোসিয়েশন’ নামের একটি সংগঠনের আয়োজনে এবং তোশিবা ইন্টারন্যাশনাল জাপানের সহায়তায় গতকাল ২রা জুলাই এক অনলাইন সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, অন্যান্যের মধ্যে ড. মশিউর রাহমান, জেভিয়ার চৌধুরী, সোলায়মান হোসাইন ও উষা রঞ্জন প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন উদ্যোগ ও উদ্যোক্তা জাপান এসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসাইন বিপু।
দুই দেশের উদ্যোক্তা, শিক্ষাবিদ, গবেষক, শিক্ষার্থী ও সমাজকর্মীসহ ৩০ জন এতে অংশগ্রহণ করেন। সম্মেলনে একটি ডিরেক্টরী প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে জাপানে অবস্থানরত বাংলাদেশী বংশোদ্ভুত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংক্ষিপ্ত প্রোফাইল থাকবে।