ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
বালিয়াকান্দিতে খালের পাশে বোমা সদৃশ বস্তু
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৭-০৩ ১৫:৩১:২৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি খালের পাশে বোমা সদৃশ ২টি বস্তু পড়ে রয়েছে। 
  গতকাল ৩রা জুন দুপুরে স্থানীয়রা লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু ২টি দেখতে পেয়ে বালিয়াকান্দি থানায় খবর দেয়। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। এর জেরে আতঙ্ক ছড়ানোর জন্য এমনটি করা হতে পারে। 
  বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে এগুলো বোমা নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ