রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ৬ই জুলাই পুলিশ লাইন্সের মাঠে ‘এসপি কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।