করোনা ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতিতে যশোর সেনানিবাসের সেনা সদস্যদের বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় তারা যশোর অঞ্চলের জেলাগুলোর বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নত জাতের সবজীর বীজ বিতরণ, হাট-বাজার, দোকান-পাট ও বিপনী বিতানগুলোতে সচেতনাতমূলক লিফলেট বিতরণ, মাইকিং, গণপরিবহণ চলাচল তদারকি, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করা, আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়া, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।