ঈদ বখশিশের নামে চাঁদাবাজীর ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবসহ ৩জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান হাবিব(৩৫) গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি এলাকার জনাব আলীর ছেলে। গ্রেপ্তারকৃত অপর ২জন হচ্ছে একই পৌরসভার দেওয়ান পাড়ার লাল মিয়া শেখের ছেলে ফরিদ শেখ(৩৫) ও জুড়ান মোল্লার পাড়ার আঃ জলিল মিয়ার ছেলে মিলন মিয়া(৩৫)। তাদের বিরুদ্ধে মালামাল বোঝাই একটি অটোরিক্সা আটকে রেখে এর চালককে জিম্মি করে ঈদ বখশিশের নামে এক লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ই জুলাই সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের নাজিয়া ট্রান্সপোর্ট থেকে থেকে অটোরিক্সাযোগে খানখানাপুর বাজারের ব্যবসায়ী আহসান হোসেনের ব্যবসায়িক মালামাল নিয়ে যাওয়া হচ্ছিল। অটোরিক্সাটি গোয়ালন্দের শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁঁছালে গ্রেপ্তারকৃত ৩জনসহ ৫জন মিলে অটোরিক্সাটিকে আটকে স্কুলের পিছনের চিপা গলিতে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা অটোরিক্সার চালক মামুনের নিকট ঈদের বখশিশ বাবদ ১লক্ষ টাকা চাঁদা দাবী করে। অটোরিক্সা চালক মালামালের মালিক নয় জানিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি মেরে মালিক আহসানকে ফোন দিতে বলে। আহসান ফোন রিসিভ করলে তাকে দ্রুত ০১৭১৬-৮৫৮৬৮৫ নম্বরে বিকাশে ১ লক্ষ টাকা পাঠিয়ে অটোরিক্সার চালক ও মালামাল ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়। আহসান তৎক্ষণাৎ বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানায়। থানার এসআই দেওয়ান শামীম মালামালের মালিক সেজে ফোনে টাকা পরিশোধের কথা বলে কৌশলে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হাবিব, ফরিদ ও মিলনকে আটক করে। এ সময় আফজাল ও মতিউর নামে অপর ২জন পালিয়ে যায়। পরে ব্যবসায়ী আহসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় ৫জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩জনকে গতকাল ৯ই জুলাই আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক ২জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।