ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
আমিরাতে ৬১ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-০৮-০৪ ১৬:১২:২৬

সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত প্রায় ৫০ লক্ষ মানুষের করোনা টেস্ট করা হয়েছে। তাদের মধ্যে ৬১ হাজার ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৪ হাজার ৬৮৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৩৫১ জন মারা গেছেন। 
  গত ৩রা আগস্ট দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রেরণ করে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগের দিনের ২৪ ঘন্টায় দেশটির প্রায় ৫০ হাজার মানুষের করোনা টেস্ট করা হয়। তাদের মধ্যে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়।
  দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ এক টুইট বার্তায় করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাসহ করোনাকালীন সময়ে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। 

দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব উদযাপন
ইউ.এ.ই যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যাগে  মহান স্বাধীনতা দিবস এবং ঈদ পুনর্মিলনী
 আমিরাতে বিগ টিকেটে বাংলাদেশী জাহাঙ্গীর জিতলেন ৬৭ কোটি টাকা
সর্বশেষ সংবাদ