রাজবাড়ী জেলার পাংশায় বেপরোয়াভাবে মোটর সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা(১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
গত ১০ই জুলাই ঈদের দিন বিকালে পাংশা কৃষি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু মুসা পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং পাংশা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র ছিল।
জানা গেছে, নিহত আবু মুসা ঈদের দিন বিকালে মোটর সাইকেলে বেপরোয়াভাবে ঘুরাঘুরি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, নিহত কলেজ ছাত্রের মোটর সাইকেল চালানো লাইসেন্স ছিল না। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।