ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়ার ১৪০০ অসহায় নারীর মধ্যে কোরবানীর মাংস বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৭-১২ ০১:০৮:৪২

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত ‘উত্তরণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার ১৪০০ জন অসহায় নারীর ১ কেজি করে কোরবানীর গরুর মাংস বিতরণ করা হয়েছে।
  গত ১০ই জুলাই পবিত্র ঈদুল আযহার বিকালে দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন চত্ত্বরে এই মাংস বিতরণ করা হয়। 
  এ সময় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক সেলিম মুন্সী ও দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের সংগঠন ‘অসহায় নারী ঐক্য’র সভানেত্রী ঝুমুর বাড়ীওয়ালী প্রমুখ উপস্থিত ছিলেন। 
  মাংস বিতরণকালে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান দৌলতদিয়া পূর্বপাড়ার নারীদের জন্য এই কোরবানীর মাংস উপহার দিয়েছেন।
  উল্লেখ্য, উত্তরণ ফাউন্ডেশন যৌনকর্মী, হিজড়াসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ