বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত ‘উত্তরণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার ১৪০০ জন অসহায় নারীর ১ কেজি করে কোরবানীর গরুর মাংস বিতরণ করা হয়েছে।
গত ১০ই জুলাই পবিত্র ঈদুল আযহার বিকালে দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন চত্ত্বরে এই মাংস বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক সেলিম মুন্সী ও দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের সংগঠন ‘অসহায় নারী ঐক্য’র সভানেত্রী ঝুমুর বাড়ীওয়ালী প্রমুখ উপস্থিত ছিলেন।
মাংস বিতরণকালে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান দৌলতদিয়া পূর্বপাড়ার নারীদের জন্য এই কোরবানীর মাংস উপহার দিয়েছেন।
উল্লেখ্য, উত্তরণ ফাউন্ডেশন যৌনকর্মী, হিজড়াসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।