ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ঈদ-উল আযহা উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ হাউজে সংবর্ধনা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-১৭ ১৭:০৫:৫৫
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গত ১৫ই জুলাই যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অবস্থিত ‘বাংলাদেশ হাউজে’ সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক মার্সিয়া এস বার্নিকাট এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসী বাং

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গত ১৫ই জুলাই যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অবস্থিত ‘বাংলাদেশ হাউজ’-এ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার(প্রেস) এ জেড এম সাজ্জাদ হোসেনের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক ও ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মার্সিয়া এস বার্নিকাট, বিভিন্ন দেশের কূটনীতিক, মার্কিন সরকার ও স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে সহায়তা পেয়েছে অত্যন্ত প্রশংসনীয়। তিনি সকলকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানান।
  ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সিয়া এস বার্নিকাট বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার চমৎকার সময়ের কথা স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সম্পর্ক সবসময় বজায় থাকবে।
  রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ঈদ-উল আযহার তাৎপর্য তুলে ধরেন।

উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে গমনেচ্ছু মিয়ানমারের শিক্ষার্থীদের দূতাবাসের সংবর্ধনা
বিশ্ব কবি’র ১৬৩তম জন্মবার্ষিকী আজ
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ ও ইতালি একত্রে কাজ করবে ঃ তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ সংবাদ