ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল ফরহাদ আহমেদ করোনায় আক্রান্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-০৪ ১৬:২৭:৩৬
সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কৃতি সন্তান এডঃ ফরহাদ আহমেদ।

সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কৃতি সন্তান এডঃ ফরহাদ আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
  জানা গেছে, জ্বর ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২৭শে জুলাই তিনি পরীক্ষার জন্য নমুনা জমা দেন। পরদিন ২৮শে জুলাই তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর হোম আইসোলেশনে থাকা অবস্থায় ডায়াবেটিসসহ অন্যান্য জটিলতা দেখা দিয়ে গত ২রা আগস্ট তিনি ওই হাসপাতালে ভর্তি হন। 
  এডঃ ফরহাদ আহমেদ বর্তমানে আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সুপ্রীম কোর্ট বার শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৭৮-১৯৭৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। 

সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক  প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় ঃ তথ্য উপদেষ্টা
পবিত্র ঈদুল আযহায় সরকারী ছুটি ১০দিন
ঢাকা পোস্টের ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেলেন রাজবাড়ী প্রতিনিধি মীর সৌরভ
সর্বশেষ সংবাদ