ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্ততি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৭-১৮ ১৫:২৪:৫৯
পাংশায় গতকাল সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৮ই জুলাই দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানাৎ আল মতিন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, মৎস্যচাষী প্রতিনিধি পরিতোষ বিশ্বাস ও মৎস্যজীবী সমিতির প্রতিনিধি বেনু মাধব বিশ্বাসসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
  প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) খোন্দকার আবু বকর সিদ্দিক। সভায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ