ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
নানা আয়োজনে কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
  • ফজলুল হক
  • ২০২২-০৭-২৪ ১৫:১৯:৪৯
কালুখালীতে গতকাল ২৪শে জুলাই সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল ২৪শে জুলাই সকালে র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
  প্রথমে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আবু হেনা মোঃ আসিফ, মৃগী ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী হাসানুজ্জামান, প্রিয় রাণী দাস প্রমুখ বক্তব্য রাখেন। 
  আলোচনা সভার শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী ও মৎস্যজীবীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। 

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ