ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কালুখালীতে ৪দিনব্যাপী ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
  • মোখলেছুর রহমান
  • ২০২২-০৭-২৫ ১৫:০৮:৩৮

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের জন্য ৪দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। 
  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 
  গতকাল ২৫শে জুলাই সকালে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, খাগজানা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজা পারভীন, সাবেক প্রধান শিক্ষক একেএম নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
  সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তারই অংশ হিসেবে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানান। 
  উল্লেখ্য, ৩০ জন শিক্ষিত বেকার যুবক ও যুবতী এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ