সার্জারী চিকিৎসক ও যন্ত্রপাতি না থাকার অজুহাতে দীর্ঘ এক যুগ পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যক্তির আঙুলের ছোট্ট একটি টিউমার অপারেশন করা হয়েছে।
গতকাল ২৭শে জুলাই বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ মোঃ শরীফ অপারেশন করে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির আঙুলের টিউমারটি অপসারণ করেন।
এ ব্যাপারে ডাঃ শাহ মোঃ শরীফ বলেন, আপাতত স্বাস্থ্য কমপ্লেক্সে মানবদেহের বহিরাংশের ছোটোখাটো অপারেশনগুলো করা হবে। পরবর্তীতে বড় ধরনের অপারেশনের প্রস্তুতিও রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটোখাটো সার্জারীর মতো চিকিৎসকসহ প্রস্তুতি রয়েছে। গাইনী ডাক্তার আসলে সিজারিয়ান অপারেশনও করা হবে।
তবে দীর্ঘ এক যুগ পর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু করা হলেও তা কেবলমাত্র মানবদেহের বহিরাংশের ছোটোখাটো অপারেশনে সীমাবদ্ধ থাকায় তাতে উপজেলাবাসীর তেমন একটা উপকার হবে না। অন্ততঃ পক্ষে সিজারিয়ান অপারেশন করা হলেও সাধারণ মানুষ কিছুটা উপকৃত হতো বলে সবাই মনে করছে। আবার ক্লিনিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্টদের সুবিধা করে দিতে যেকোনো অজুহাতে এই ছোটোখাটো অপারেশনও যেকোনো সময় বন্ধ হয়ে যাবে বলে খোদ স্বাস্থ্য বিভাগের অভ্যন্তরেই কানাঘুষা চলছে।