রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির ঢেঁকিপাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এবং কবি নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে গতকাল ৩১শে জুলাই সকালে নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উল্লেখিত স্কুল দু’টির শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের উপস্থিতিতে স্কুল গেটের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে ১৯৮৮ সালে কবি নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ২০০১ সালে ঢেঁকিপাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সৌন্দর্য্য বৃদ্ধি, সার্বিক উন্নয়নসহ শিক্ষার গুণগতমান বৃদ্ধির ফলে সবুজের ছায়া ঘেরা পরিবেশে পরিচালিত বিদ্যালয় দু’টির সুনাম ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের প্রবেশ পথে দৃষ্টিনন্দন গেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
গতকাল রবিবার সকালে গেট নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে কবি নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ মুসা, ঢেঁকিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার আলী, চাঁদ আলী প্রামানিক, মোঃ জিল্লুর রহমান, মোঃ রফিকুল ইসলাম ও রাবেয়া আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢেঁকিপাড়া গোরস্থান মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহিদুল ইসলাম।
এ ব্যাপারে কবি নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ মুসা জানান, সবুজের ছায়া ঘেরা গ্রামের সৌন্দর্য্য আমরা সবাই উপভোগ করি। ঢেঁকিপাড়া গ্রামের মধ্যে পাশাপাশি আমাদের দু’টি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন ও এস্টিমেট করে নিজস্ব অর্থায়নে একটি গেট নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
গতকাল রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গেট নির্মাণে ৮০ হাজার টাকা খরচ হবে এমন ধারণা নিয়ে নির্মাণ কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।