ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
কালুখালী উপজেলায় জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
  • ফজলুল হক
  • ২০২২-০৮-০১ ১৫:৪১:৫১
কালুখালী উপজেলায় গতকাল সোমবার সকাল ১০টায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় গতকাল সোমবার সকাল ১০টায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
  কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে একই দিনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বক্তব্য রাখেন।
  তিনি তার বক্তব্যে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  
  সভায় অন্যান্যর মধ্যে থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ আব্দুল গণি, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল বাসার চৌধুরী, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন রানা চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ