রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান পরিচালনা করে লুন্ঠিত নগদ ৪৮ হাজার টাকা ও পরোয়ানাভুক্তসহ ৩জন আসামীকে গত ১লা আগস্ট রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- লুণ্ঠিত ৪ ৮হাজার টাকাসহ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লীর মধ্যে আম্বিয়া এর বাড়ীর ভাড়াটিয়া) স্বামী মোঃ বাদশা ওরফে হিরু মিয়ার স্ত্রী বিউটি বেগম(২১) ও দৌলতপুর (বিএল কলেজের পিছনে রেল লাইনের পাশে) খুলনা জেলার খালিশপুর থানার এ/পি দৌলতদিয়া পূর্বপাড়া(যৌনপল্লীর মধ্যে আম্বিয়া এর বাড়ীর ভাড়াটিয়া) মৃত শফি মিয়ার ছেলে মোঃ বাদশা ওরফে হিরু মিয়া(৩১) এবং পরোয়ানাভুক্ত আসামী উপজেলার তেনাপচা গুচ্ছ গ্রাম এলাকার মৃত খয়ের আলীর ছেলে মেহেদী(২৫)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।