ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
দৌলতদিয়া লঞ্চ ঘাট যাত্রী শূন্য
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-০৩ ১৬:৫১:৩৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রীর চাপ নেই। লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও তুলনামূলক যাত্রী কম। গতকাল ৩রা আগস্ট দৌলতদিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, পন্টুনের সাথে লঞ্চগুলো বেঁধে রাখা হয়েছে। লঞ্চপারাপারে যাত্রীবাহী পরিবহন ও লোকাল যাত্রী কম আসায় লঞ্চে তেমন কোন চাপ দেখা যায়নি। অধিকাংশ চলমান লঞ্চগুলো ঘাটে এক ঘন্টার অপেক্ষা করে ৩০/৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। যেখানে পদ্মা সেতু চালুর আগে ২০/৩০ মিনিট পরপর লঞ্চগুলো শতাধিক যাত্রী নিয়ে নদী পার হতো। সেখানে যাত্রীর সংখ্যা নেমে এসেছে অর্ধেক এর নিচে। পাটুরিয়া ঘাট থেকে আসা লঞ্চগুলোতেও তেমন যাত্রী চোখে পড়েনি। বর্তমানে ১৭টি লঞ্চ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল করছে।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ