ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
বালিয়াকান্দির নারুয়ায় গড়াই নদীর ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৮-০৬ ১৬:০০:২৮
বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা এলাকায় গতকাল ৬ই আগস্ট সকালে গড়াই নদীর ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধনে এলাকাবাসীর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা এলাকায় গড়াই নদীর ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। 
  গতকাল ৬ই আগস্ট সকালে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এতে এলাকাবাসীর পাশাপাশি মরাবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
  মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাঝে মাঝে পানি উন্নয়ন বোর্ড কিছুটা কাজ করলেও তা এই নদী ভাঙ্গন এলাকার জন্য অপ্রতুল। প্রতি বছরই নারুয়া ইউনিয়নের বিভিন্ন স্থান গড়াই নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে। এ জন্য স্থানী প্রকল্প গ্রহণ করতে হবে। 
  মরাবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম বলেন, নদী ভাঙ্গন থেকে আমাদের বিদ্যালয়টি মাত্র কয়েকশ’ মিটার ব্যবধানে রয়েছে। বিদ্যালয়টিকে বাঁচাতে হলে এখনই এই এলাকার ভাঙ্গন রোধে স্থায়ী প্রকল্প চাই। 
  নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ভাঙ্গন রোধে কিছু এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে। তবে নতুন করে আরো কয়েকটি এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নইলে নারুয়ার ইউনিয়নের কয়েকটি জায়গা গড়াই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ