ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৮-০৭ ১৪:১৫:১৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালনে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

  পাংশা উপজেলা প্রশাসন ঃ পাংশা উপজেলা প্রশাসন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালনে ৮ই আগস্ট পাংশা উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ এবং সকাল ১১টায় আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় নির্বাচিত অসহায় ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী কর্মসূচির বিষয়ে তথ্য নিশ্চিত করেন।
  পাংশা উপজেলা আওয়ামী লীগ ঃ পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালনে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকাল ৪টায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
  পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল কর্মসূচির বিষয়ে তথ্য নিশ্চিত করেন।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ