রাজবাড়ীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান গতকাল ৭ই আগস্ট পাংশা পৌরসভার দরগাতলা বাজারের বিভিন্ন দোকানে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, পাংশার পুরাতন বাজার, টেম্পু স্ট্যান্ড বাজার ও পাংশা ফিলিং স্টেশনে তদারকি অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫১ ধারায় পাংশা পুরাতন বাজারস্থ হাজেরা স্টোরকে ৫হাজার টাকা, একই বাজারের রামিম কনফেকশনারীকে ২হাজার টাকা ও নিউ গিফট কর্ণারকে ৫হাজার টাকা মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রবিবার দুপুর ১২টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাংশা ফিলিং স্টেশনে তেলের মূল্য সঠিক ছিল কিনা সে বিষয়ে মনিটরিং করা হয়।
পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান এ তথ্য জানান। অভিযানের সময় পাংশা মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানের সময় জনসচেতনতায় মানবদেহের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য তৈরী ও বিক্রয় না করার জন্য পরামর্শ প্রদান করা হয়। একই সাথে দোকানে পণ্যের বিক্রয়মূল্য প্রদর্শন করার গুরুত্বারোপ করা হয়।