ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
  • শামীম হোসেন
  • ২০২২-০৮-০৮ ১৪:৫২:৩৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই আগস্ট দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও কমিটির প্রধান উপদেষ্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ