রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই আগস্ট সকালে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় অনুষ্ঠান সম্প্রচারের পর সংক্ষিপ্ত আলোচনা, সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, বালিয়াকান্দি থানার এসআই পল্লব সরকার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বাসন্তী সান্যাল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে উপজেলার ৭জন দুস্থ নারীর মধ্যে ৭টি সেলাই মেশিন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫জনকে ২হাজার টাকা করে প্রদান করা হয়।