ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে পাট কাটা জাগ দেয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষকরা
  • আবুল হোসেন
  • ২০২২-০৮-১১ ১৪:৩৭:২০
গোয়ালন্দ উপজেলার কৃষকরা পাট কাটা, জাগ দেয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত সময় পার করছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কৃষকরা পাট কাটা, জাগ দেয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত সময় পার করছে। 
  সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাট কাটার মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পুকুর, ডোবা, নালায় পানি ছিল না। এতে পাট জাগ দেয়া নিয়ে কৃষকরা চরম বিপাকে পড়ে। অনেকে ঘোড়ার গাড়ী, নসিমন, ভ্যানে করে মাঠ থেকে পাট এনে পদ্মার মোড়, ক্যানেল ঘাট, উজানচর মান্নান গাছির বিল, দেবগ্রাম অন্তার মোড় এলাকায় পদ্মা নদীতে পাট জাগ দেয়। এতে কৃষকদের বাড়তি অর্থ খরচ হয়। তবে গত কয়েকদিনের বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বাচ্ছন্দ্যে পাট কেটে জাগ দেয়া যাচ্ছে। একই সঙ্গে জাগ দেয়া পাট থেকে আঁশ ছাড়ানো ও শুকানো পাট বাজারে বিক্রি করছে। 
  ছোট ভাকলা ইউনিয়নের পাট চাষী আব্দুর রাজ্জাক শেখ বলেন, এক বিঘা জমিতে পাট চাষে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। উৎপাদন হয় ৮-১০ মণ, যার বর্তমান বাজারদর ২২-২৪ হাজার টাকা। এছাড়া বিঘা প্রতি প্রায় ২ হাজার টাকার পাটকাঠি পাওয়া যায়। 
  উজানচর ইউনিয়নের দুদু খান পাড়া মান্নান গাছির বিলের মধ্যে জাগ দেয়া পাটের আঁশ ছাড়ানোতে কৃষক মোতালেব মোল্লা বলেন, মৌসুমের শুরুর দিকে বৃষ্টি না হওয়ায় বিলে পানি কম ছিল। পরে বৃষ্টি হওয়ায় ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিলে পানি এসেছে। এতে পাট জাগ দেয়া ও আঁশ ছাড়ানোয় সুবিধা হচ্ছে। তবে শ্রমিকের দাম বেশী। গ্রামের অনেক মহিলা পাটকাঠির বিনিময়ে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছে।
  গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে-যা গত বছরের চেয়ে ৩৮০ হেক্টর বেশী। ফলনও ভালো হয়েছে। কৃষকরা ভরা মৌসুমে পাট কাটা, জাগ দেয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত সময় পার করছেন। প্রথম দিকে পানি সংকটের কারণে পাট জাগ দেয়ায় খালে-বিলে পানি রয়েছে। পাটের দাম গত বছরের চেয়ে বেশী হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ