ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দির বারমল্লিকায় তিন ফসলী জমি রক্ষায় ইটভাটার অপসারণের দাবী
  • হেলাল মাহমুদ
  • ২০২২-০৮-১২ ১৪:১২:০৫
বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামে তিন ফসলী জমি রক্ষায় রাবেয়া ব্রিকস নামের একটি পরিবেশ দূষণকারী ইটভাটার অপসারণের দাবীতে গত ৯ই আগস্ট সকালে ভুক্তভোগী কৃষকরা মাঠের কাজ-কর্ম বন্ধ রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামে তিন ফসলী জমি রক্ষায় রাবেয়া ব্রিকস নামের একটি পরিবেশ দূষণকারী ইটভাটার অপসারণ চায় স্থানীয় কৃষকরা।
  এ ব্যাপারে গত ৯ই আগস্ট সকালে স্থানীয় ভুক্তভোগী কৃষকরা মাঠের কাজ-কর্ম বন্ধ রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। 
  কৃষকরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় গড়ে ওঠা রাবেয়া ব্রিকস নামের ইটভাটা আশপাশের পরিবেশ নষ্ট করে রয়েছে। কৃষকদের অসুবিধার কথা চিন্তা না করে তারা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইটভাটার মাটি, ইট ও অন্যান্য মালামাল পরিবহণকারী গাড়ীগুলো এলাকার রাস্তাঘাট নষ্ট করছে। ধুলাবালি ও কাদামাটিতে ভরে যাচ্ছে। পাশের প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। সবাইকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই আমরা এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দাবী অবিলম্বে ইটভাটাটি এখান থেকে অপসারণ করা হোক। 
  বারমল্লিকা দাখিল মাদ্রাসার ছাত্র মেহেদী হাসান বলেন, আমাদের মাদ্রাসার পাশে ইটভাটা থাকার কারণে ইটভাটার গাড়ীগুলো হর্ণ বাজানোসহ দ্রুত গতিতে বেপরোয়াভাবে চলাচল করে। এতে আমাদের মাদ্রাসায় যাতায়াত ও লেখাপড়ায় মারাত্মক বিঘœ ঘটছে। আমরা অনতিবিলম্বে ইটভাটাটি অন্যত্র অপসারণের দাবী জানাচ্ছি।
  স্থানীয় কৃষক ওয়াজেদ আলী মোল্লা বলেন, ইটভাটার পাশেই আমার ৩ বিঘা জমি রয়েছে। কিন্তু ইটভাটার কারণে গত কয়েক বছর কোন ফসল ফলাতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব অবৈধ ইটভাটাটি অপসারণ করা হোক। 
  স্থানীয় ইউপি সদস্য নবু শেখ বলেন, ইটভাটাটি গ্রামীণ জনপদের রাস্তার পাশে অবৈধভাবে তৈরী করা হয়েছে। ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে বায়ু দূষণ ও শব্দ দূষণের ফলে ইটভাটার পাশে অবস্থিত ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। স্থানীয় জনগণ আমার কাছে তাদের ক্ষতির কথা বলেছে। আমি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।
  রাবেয়া ব্রিকসের মালিক নাসির উদ্দিন দাবী করেন, কৃষি বিভাগের অনুমতি নিয়েই তিনি ইটভাটাটি পরিচালনা করে আসছেন। স্থানীয় কিছু মানুষ তার বিরুদ্ধে উস্কানী দিয়ে ষড়যন্ত্র করছে বলেও তিনি দাবী করেন। 
  ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে তিন ফসলী কৃষি জমিতে ইটভাটা করা যাবে না। রাবেয়া ব্রিকস নামের ইটভাটার ব্যাপারে স্থানীয় জনগণ ইউনিয়ন পরিষদে কয়েকবার লিখিত অভিযোগ দিয়েছে। অনুরূপভাবে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালকের নিকট দিয়েছে বলেও জানি। জনগণ ও কৃষকের স্বার্থে এ বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবো। 
  রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সহীদ নূর আকবর বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে  ও তিন ফসলী জমির পাশে ইটভাটা করার কোন সুযোগ নেই। বালিয়াকান্দির রাবেয়া ব্রিকস নামের ইটভাটা কৃষি বিভাগের ছাড়পত্র নিয়ে পরিচালনা করা হচ্ছে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ