ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
এডঃ রফিকুস সালেহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পাংশায় দোয়া মাহফিল
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৮-১২ ১৪:১৮:০৩
পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদে গতকাল ১২ই আগস্ট রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ রফিকুস সালেহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, খ্যাতিমান আইনজীবী সদ্য প্রয়াত সৈয়দ রফিকুস সালেহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গতকাল ১২ই আগস্ট পারিবারিক আয়োজনে পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
  জানা যায়, গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রয়াত এডভোকেট সৈয়দ রফিকুস সালেহীনের জ্যেষ্ঠ ভাই এসটি মাহমুদ ও পুত্র সৈয়দ তাশফিন সালেহীন পাপুন।
  অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদের ইমাম ও পুঁইজোর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাঈদ আহমেদ।
  পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদের সাধারণ সম্পাদক নওশাদ আলী(বাবুল চৌধুরী), বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, রফিকুল ইসলাম, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম খান পলাশ, জয়নুল আরেফিন কোহেন, সাংবাদিক ও কবি নেহাল আহমেদ, সৈয়দ রফিকুস সালেহীনের পরিবারের সদস্যবৃন্দ ও মসজিদের মুসল্লীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
  মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে এসটি মাহমুদ পরিবারের সদস্যদের নিয়ে পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদের অদূরে পারিবারিক কবরস্থনে তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।
  উল্লেখ্য, পাংশা শহরের নারায়নপুর গ্রামে সৈয়দ রফিকুস সালেহীনর জন্ম ও বেড়ে উঠা। কর্মজীবনে তিনি রাজবাড়ী শহরে বসবাস করতেন। গত ২৫শে জুলাই সকাল ৯টায় তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় নিজ বাড়ীতে ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেন। কর্ম ও রাজনৈতিক জীবনে তার সুনাম সর্বজনবিদিত। এডভোকেট সৈয়দ রফিকুস সালেহীনের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, জেলা বার এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ