ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-১৫ ১৫:১৩:৩৬
গোয়ালন্দ উপজেলায় নানা আয়োজনে গতকাল ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
 এ উপলক্ষ্যে গতকাল ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মহাসড়ক দিয়ে উপজেলা কোর্ট চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
  আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু ও তার পরিবাবারের সদস্যসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 
  এ সকল কর্মসূচীতে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ আমিরুল হক শামীম, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  এছাড়াও দিবসটি উপলক্ষ্যে দিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অর্ধনমিত করে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ