জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ হস্তান্তর ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে ও ইউজিডিপি’র সহযোগিতায় গতকাল ১৫ই আগস্ট বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুজ্জামান ও নাজিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা কৃৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসুসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ হাজার ৮ শত লিটার অক্সিজেন ধারণ ক্ষমতা সম্পন্ন ১৮টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি আধুনিক বেড, ৫টি মাল্টিপ্যারামিটার পেশেন্ট মনিটর, ২টি অক্সিজেন কনসেনটেটর, ২টি সাকসন ডিভাইস, ২০টি পালস অক্সিমিটার, ১০টি ভেনচুরি মাস্ক, ২৪টি অক্সিজেন ফোমিটার ও ২০টি অক্সিজেন মাস্ক সরবরাহ করা হয়।