ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে কেকেএসের নিরাপদ ইশকুলে ফিরি প্রকল্পের সমাপনী বিষয়ক মতবিনিময়
  • আবুল হোসেন
  • ২০২২-০৮-১৬ ১৪:৫১:০৯
গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে গতকাল ১৬ই আগস্ট সকালে এনজিও কেকেএস-এর নিরাপদ ইশকুলে ফিরি প্রকল্পের সমাপনী ও ক্যাচ-আপ ক্লাব প্রকল্পের সূচনা বিষয়ক মতবিনিময় সভায় কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বক্তব্য রাখেন

রাজবাড়ী জেলার গোয়ালন্দে এনজিও কেকেএস-এর নিরাপদ ইশকুলে ফিরি প্রকল্পের সমাপনী ও ক্যাচ-আপ ক্লাব প্রকল্পের সূচনা বিষয়ক মতবিনিময় সভা গতকাল ১৬ই আগস্ট সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
  কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, অন্যান্যর মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল রায় ও মমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 
  গোয়ালন্দ উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ