ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বালিয়াকান্দিতে নিষিদ্ধ চায়না দুয়ারী-কারেন্ট জাল জব্দের পর ধ্বংস॥বিক্রেতার জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৮-১৮ ১৪:০৯:৫৩
বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার ও পার্শ্ববর্তী এলাঙ্গীপাড়া বিলে গতকাল ১৮ই আগস্ট সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দের পর ধ্বংস এবং বিক্রেতাকে জরিমানা করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস এবং বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 গতকাল ১৮ই আগস্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানার নেতৃত্বে নারুয়া বাজার ও পার্শ্ববর্তী এলাঙ্গীপাড়া বিলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নারুয়া বাজারে সুতা ও জাল ব্যবসায়ী আব্দুল মতিনের গুদাম থেকে ৭০টি চায়না দুয়ারী ও ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

  এছাড়াও এলাঙ্গীপাড়া বিলে পাতা রেখে অবস্থায় ২০টির মতো চায়না দুয়ারী জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল নারুয়ার লিয়াকত আলী স্কুল এন্ড কলেজের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
  উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আব্দুল মান্নাফ ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ