সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে গতকাল ১৯শে আগস্ট দুপুরে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালীর মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে স্টেশন রোড ও রতনদিয়া বাজার প্রদক্ষিণ করে একই জায়গায় এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় কুমার বসু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, কালুখালী থানার এসআই হাসানুর রহমান, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জগন্নাথ দত্ত ও সাধারণ সম্পাদক যাদব কুমার দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন মন্দিরের সেবায়েত গোপাল গোস্বামী।