ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
মাঝবাড়ীর মাদক পাচারকারী হৃদয় ফরিদপুরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-২১ ১৪:৪৫:৪০
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ২০শে আগস্ট সকালে কোতয়ালী থানার আব্দুল মান্নান মোল্লা দাখিল মাদ্রাসার সামনে থেকে ৩৪৬ বোতল ফেনসিডিলসহ কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী হৃদয় মন্ডলকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের মাদক পাচারকারী হৃদয় মন্ডল(২১) ফরিদপুরে র‌্যাবের অভিযানে ৩৪৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছে।
  গোপন সংবাদের ভিত্তিতে গত ২০শে আগস্ট সকাল পৌনে ৮টার দিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুরের কোতয়ালী থানাধীন আব্দুল মান্নান মোল্লা দাখিল মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত ফেনসিডিল ও মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল ও ২টি সীম কার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত হৃদয় মন্ডল মাঝবাড়ী গ্রামের সালাম মন্ডলের ছেলে।
  এ ঘটনায় তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।   

সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক  প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় ঃ তথ্য উপদেষ্টা
পবিত্র ঈদুল আযহায় সরকারী ছুটি ১০দিন
ঢাকা পোস্টের ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেলেন রাজবাড়ী প্রতিনিধি মীর সৌরভ
সর্বশেষ সংবাদ