ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ শ্রেণী কক্ষে চলছে পাঠদান
  • সোহেল মিয়া
  • ২০২২-০৮-২২ ১৪:০৬:৫৫
বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ রয়েছে মাত্র ৬টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৩টি শ্রেণী কক্ষের ভবনটি কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপরও চলছে পাঠদান -মাতৃকণ্ঠ।

প্রায় সাড়ে ৭শত শিক্ষার্থীর পাঠদানের জন্য শ্রেণী কক্ষ রয়েছে মাত্র ৬টি। এর মধ্যে ৩টি আবার ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এই ৩টি শ্রেণী কক্ষের ভবনটি কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপরও বিকল্প না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনেই চলছে পাঠদান। এই চিত্রটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।
  গত ২১শে আগস্ট সরেজমিন বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, শ্রেণী কক্ষের বেঞ্চগুলোতে গাদাগাদি করে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। প্রচন্ড গরমের মধ্যে অনেক শিক্ষার্থী ঘেমে ভিজে গেছে। ছোট ছোট বেঞ্চগুলোতে যেখানে ২জন করে শিক্ষার্থী বসার কথা সেখানে ৪-৫ জন করে শিক্ষার্থী বাধ্য হয়ে বসেছে। আবার কওমী মাদ্রাসার মতো ফ্লোরে বসেও অনেক শিক্ষার্থী ক্লাস করছে।
  বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, বর্তমানে বিদ্যালয়ে ৭৩৩ জন শিক্ষার্থী রয়েছে। এ সকল শিক্ষার্থীদের জন্য এখন মাত্র ৬টি শ্রেণী কক্ষ রয়েছে। এর মধ্যে ৩টি কক্ষ পরিত্যক্ত ভবনের। এই ভবনের কক্ষে পাঠদান করানো অনেক ঝুঁকিপূর্ণ। তারপরও আমরা নিরুপায়। বর্তমানে বিদ্যালয়ে একটি ৪তলা ফাউন্ডেশনের ভবন রয়েছে। তবে ভবনটির ১ম তলা পর্যন্ত হয়েছে। এই ১ম তলাতেই ৩টি শ্রেণী কক্ষ রয়েছে। আরেকটি ভবন পরিত্যক্ত। সেখানে ৩টি শ্রেণী কক্ষ। আরেকটি ভবন রয়েছে যেটাতে ইন্টারেক্টিভ ডিজিটাল শ্রেণী কক্ষ, বঙ্গবন্ধু কর্ণার ও শেখ রাসেল কর্ণার রয়েছে। বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে একটি ভবনের বিশেষ প্রয়োজন।
  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কুতুব উদ্দিন মোল্লা বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় শ্রেণী কক্ষের সংকট রয়েছে। বর্তমানে যে শিক্ষার্থী আছে তাতে কমপক্ষে ১৩টি শ্রেণী কক্ষের প্রয়োজন। আশা করি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
  বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক বলেন, ওই বিদ্যালয়ের শ্রেণী কক্ষ সংকটের বিষয়টি আমি অবগত আছি। উপজেলা শিক্ষা কমিটির মাসিক সভায় একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের একটি ভবনের ৩তলা পর্যন্ত নির্মাণের জন্য একটি প্রস্তাব ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছি। প্রস্তাবটি বাস্তবায়ন হলে শ্রেণী কক্ষের সংকট আর থাকবে না।

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ