পাংশা শহরের জনতা লাইব্রেরীর স্বত্বাধিকারী মোঃ রেজাউল ইসলাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখা কমিটির সদস্যপদ লাভ করেছে।
রেজাউল করিম পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মরহুম আব্দুল ওয়াহাব মাস্টারের ছেলে।
গতকাল ২৪শে আগস্ট বিকেলে এ প্রতিনিধির সাথে আলাপকালে রেজাউল ইসলাম জানান, চলতি বছরের জুলাই মাসে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি সংগঠনের রাজবাড়ী জেলা কমিটির অনুমোদন দিয়েছে। আহবায়ক মোঃ ফজলুল হক আবু ও সদস্য সচিব মোঃ সামসুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যপদ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করেন রেজাউল ইসলাম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যক্রমকে আরো গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে ইতোমধ্যে গত ২২শে আগস্ট সন্ধ্যায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজবাড়ী জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যক্রম বিকশিত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন সাংস্কৃতিক ব্যক্তিদের সমন্বয়ে সংগঠনের পাংশা উপজেলা শাখা গঠনের পরিকল্পনা রয়েছে। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এমপির শারীরিক সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।